ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে টাউনহলে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী পুষ্পমেলা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মেলার ২৭ টি স্টলে দেশী বিদেশী নানা জাতের ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা ইত্যাদি বিক্রি হচ্ছে।
উদ্বোধনকালে মেয়র বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল পরিবেশকে সুন্দর করে। নগরকে আরও সুন্দর করার প্রয়াসেই প্রতিবছর পুষ্প মেলার উদ্যোগ গ্রহণ করা হয়।