Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মার্চ ২০১৯

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন ৫ মে ২০১৯


প্রকাশন তারিখ : 2019-03-25

ময়মনসিংহ সিটির প্রথম ভোট হবে ৫ মে। দেশের দ্বাদশ সিটি করপোরেশন হিসাবে গেজেট প্রকাশের পাঁচ মাস পর এ নির্বাচন হতে যাচ্ছে।  ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র ও কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নত্র জমার শেষ সময় ৮ এপ্রিল; মনোনয়নপত্র বাছাই ১০ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। ভোট হবে ৫ মে।   ‘নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ১৩০টি কেন্দ্রের সবগুলোতে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে।   আজ সোমবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।    সিইসি কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের ৪৬তম সভায় এ সিদ্ধান্ত হয়।