বিভাগ/দপ্তর | রাজস্ব বিভাগ |
সেবা প্রদানের পদ্ধতি | সাদা কাগজে কর কর্মকর্তা বরাবর জায়গার মালিককে মালিকানা সংক্রামত্ম কাগজ সহ আবেদন করতে হয়। পরবর্তীতে সরেজমিনে তদমত্ম করে জায়গার মালিকানা সঠিক পাওয়া গেলে হোল্ডিং নাম্বার প্রদান করা হয়। |
সেবা প্রদানের প্রয়োজনীয় সময় | প্রয়োজনীয় তথ্য/দলিল প্রাপ্তি সাপেক্ষে খালি জায়গা ও নির্মাণাধীন কাঠামোর ক্ষেত্রে ১৫ দিন। কাঠামো থাকলে ৯০ দিন। |
সেবা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি/ ট্যাক্স/ আনুসাংগিক খরচ | খালী জায়গা ও নির্মানাধীন কাঠামোর ক্ষেত্রে বাৎসরিক কর ২৭.০০ টাকা, ত্রৈমাসিক কর ৬.৭৫ টাকা। কাঠামো থাকলে সেক্ষেত্রে কাঠামোর ধরন অনুসারে বাৎসরিক কর নির্ধারন করা হয়। |
সংশ্লিষ্ট আইন কানুন/ বিধি বিধান | ১৯৮৬ সনের মিউনিসিপ্যাল করপোরেশন (ট্যাক্সেশন রুলের ২৬(১) ধারা। |
অন্যান্য বিধান | খালি জায়গা ও নির্মাণাধীন কাঠামোর জন্য কর কর্মকর্তা পর্য ন্ত অনুমোদন। |