Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০২১

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র ইকরামুল হক টিটু


প্রকাশন তারিখ : 2021-06-02

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র টিটু


 

আব্দুল মান্নান পল্টন, ময়মনসিংহ ব্যুরো: নগরির লিচু বাগান,নাসিরাবাদ কলেজ রোড ও কেওয়াটখাল পশ্চিমপাড়াসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনকালে নগরবাসীর সহযোগীতা কামনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে ওয়ার্ড কাউন্সিলর এবং প্রকৌশল বিভাগকেও জলাবদ্ধতা নিরসনে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।

আজ বুধবার দুপুরে নগরির বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে ০৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিকুল ইসলাম মিন্টু, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মো আব্বাস আলী মন্ডল, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী জীবনকৃষ্ণ সরকার’ জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র টিটু বলেন, নাগরিকগণের সহযোগিতা এবং সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব নয়। যেখানে সেখানে’ ড্রেনে ও যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে পারে সে বিষয়ে নগরবাসীর সহায়তা চেয়েছেন তিনি।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে গুরুত্বের সাথে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ইতোমধ্যে আমরা বেশ কিছু অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান করতে সক্ষম হয়েছি। নতুন অন্তভুক্ত এলাকায়গুলোও পরিকল্পনার মাধ্যমে জলাবদ্ধতার স্থায়ীভাবে সমাধান করা হবে।

 

 

সূত্রঃ লাস্টনিউজবিডি/আখি