ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২০২০-২০২১ অর্থবছরে ৪৯৪.৮৪ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ২০১৯-২০২০ অর্থবছরের ১৫৩ কোটি ১৩ লক্ষ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। আজ সোমাবার বেলা ০১ টায় এড. তারেক স্মৃতি মিলনায়তনে মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের সভাপতিত্বে এবং কাউন্সিলর ও কর্মকর্তাগণের উপস্থিতিতে বাজেট সভায় বাজেট অনুমোদন করা হয়। বাজেট সভার পূর্বে বেলা ১১টায় মসিকের ১১ তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত হয়। বাজেট সম্পর্কে মেয়র বলেন, বাজেট প্রনয়নের সাথে বাজেট বাস্তবায়নের দিকেও নজর দিতে হবে, তবেই নাগরিকদের সকল সুযোগ-সুবিধা নিশিত করা সম্ভব হবে। সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধির গুরুত্ব দিয়ে বলেন, সিটি কর্পোরেশনের বাজার ও অন্যান্য যে সম্পত্তি রয়েছে তাতে আয় বর্ধক প্রকল্প গ্রহণ করতে হবে। ২০২০-২০২১ সালের বাজেটে সড়ক, অবকাঠামো উন্নয়, রক্ষণাবেক্ষণ ও সড়কবাতি ব্যবস্থাপনা খাতে ৪১৫.৩৯ কোটি টাকা, মুজিব বর্ষ উদযাপন খাতে ১ কোটি টাকা, মশক নিধন কার্যক্রম খাতে ৪.৪২ কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ১৪.৮৪ কোটি টাকা এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ৫.১২ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, বাজেট প্রনয়ন কমিটির আহবায়ক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃআসিফ হোসেন ডন অন্যান্য কাউন্সিলর গণ এবং সিটি কর্পোরেশনের বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।