Wellcome to National Portal
  • ROAD
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ অক্টোবর ২০২৪

দুর্গাপূজা উপলক্ষে মসিকের মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2024-10-01

দুর্গাপূজা উপলক্ষে মসিকের মতবিনিময় সভা

 

০১.১০.২০২৪
মঙ্গলবার 
ময়মনসিংহ সিটি কর্পোরেশন 
 

শারদীয় দুর্গাপূজা-২০২৪ সুষ্ঠু ও শান্তিপূর্ণ উদযাপনের লক্ষ্যে আজ বেলা সাড়ে ৩ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

2024-10-07-09-05-17d3c76f297ad23262268fe37ff388f9
সভায় প্রশাসক জানান, সনাতন ধর্মের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে পাশে থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এজন্য প্রশাসক উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। 
2024-10-07-09-05-5f809a491779796ebdce533d9bfabcdc
মসিক প্রশাসক পূজা মণ্ডপ সংলগ্ন সড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করা, সড়কবাতি নিশ্চিত করা, মণ্ডপের বর্জ্যের ব্যবস্থাপনা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
2024-10-07-09-05-82df386f88f7c560a592df76ca7b3c88
তিনি বলেন, বিসর্জন ঘাট প্রস্তুতি, ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সিসি টিভি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য দায়িত্বও পালন, নগরীর ৮১ টি মণ্ডপ প্রাঙ্গণ পরিচ্ছন্নকরণ সহ অন্যান্য সহযোগিতা থাকবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনর। 
2024-10-07-09-05-d052ac81e84af2c755705d7631213bfd
সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব সুমনা আল মজিদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি, ছাত্রবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, জেলা ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।