আজ বেলা ১১ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মুখে বকুল তলা চত্বরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে জনসচেতনতায় মাস্ক বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, নির্বাহী প্রকৌশলী জহুরুল হক সমাজ কল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, টাউন ম্যানেজার হেনা ইসলাম সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (LIUPC) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।