মসিকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) আজ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করেছে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে আজ সকাল ১০ টায় নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট সেবন করিয়ে দিবসের উদ্বোধন করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এছাড়াও বেলা সাড়ে ১২ টায় তিনি গভঃ ল্যাবরেটরি হাই স্কুলে শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ট্যবলেট প্রদান করেন। এ সময় তিনি কৃমি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে মসিকের সচেতনতামূলক পুস্তিকা বিতরণ করেন।
কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহেরত উদ্বোধকালে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের উজ্বল ভবিষ্যতের হাতিয়ার। তাই তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য থাকা অত্যন্ত জরুরী। কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপনের মাধ্যমে শিশুদের কৃমির ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার প্রচেষ্টা সরকারের একটি প্রশসংনীয় উদ্যোগ।
এছাড়া মসিকের অপর কর্মসূচিতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে এক র্যালির উদ্বোধন করেন মেয়র। র্যালিটি নগর ভবন থেকে শুরু হয়ে কাচারি মোড় হয়ে নগরভবনে এসে শেষ হয়। দিবস উপলক্ষ্যে র্যালি পরবর্তীতে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মসিক আয়োজিত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনসংখ্যার সঠিক নিরূপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যার সঠিক তথ্য না থাকলে পরিকল্পনা টেকসই হয় না। জন্ম ও মৃত্যু নিবন্ধন জনসংখ্যার সঠিক ধারনা পেতে সাহায্য করবে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবার সাথে জড়িত কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশ্যে তিনি বলেন, শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধনের হারে ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এগিয়ে রয়েছে। এই অর্জনে সন্তুষ্ট থাকার সুযোগ নেই। জন্মের পরপরই প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে হবে।
এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।