Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ অক্টোবর ২০২৩

আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণে কাজ করছিঃ মেয়র টিটু


প্রকাশন তারিখ : 2023-10-09

আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণে কাজ করছিঃ মেয়র টিটু

 

আজ বিকেল ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডে প্রায় পৌনে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য একটি সড়কের কাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। জয়বাংলা বাজার থেকে জিন্না মিয়ার বাড়ি পর্যন্ত এ সড়কের মোট দৈর্ঘ্য ২২০০ মিটার।
উদ্বোধনকালে মেয়র বলেন, নগরীর সকল ওয়ার্ডে উন্নয়ন  কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ অবকাঠামো নির্মাণ এবং সড়ক আলোকিতকরণের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়ন করা হচ্ছে। করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে। সকল বাধাকে অতিক্রম করে আমরা একটি আধুনিক ও টেকসই নগরী বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি।
উদ্বোধনকালে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুজ্জামান, ৩১,৩২,৩৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি , তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক,  নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।