ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জন্ম, মৃত্যু নিবন্ধন ও ইমারতের প্ল্যান আবেদন ফরম, সনদ ফ্রি জমা ও বিতরন সম্পর্কিত সব সেবা একস্থান হতে প্রদানের উদ্দেশ্যে - "ওয়ান ষ্টপ সার্ভিস "
বুথ-এর উদ্ধোধন করেন মাননীয় মেয়র জনাব মোঃ ইকরামুল হক (টিটু) মহোদয়। এসময় উপস্থিত ছিলেন সকল কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী, নিঃম্যাজিষ্টেট, মেডিক্যাল অফিসার, সেনেটারী ইন্সপেক্টর সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী গন।