ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইকরামুল হক টিটুর উদ্যোগে নগরীর মোড়েমোড়ে ও সড়কের গুরুত্বপূর্ণ জায়গায় চলাচলের বিভিন্ন রাস্তায় জ্বলবে ২০০ টি আধুনিক এল. ই. ডি. বাতি (স্ট্রিট লাইট)।
শুক্রবার রাতে গঙ্গাদাশ গুহ রোডে আধুনিক এল. ই. ডি. বাতি (স্ট্রিট লাইট) স্বাপন কাজের শুভ উদ্ধোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইকরামুল হক টিটু।