Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ August ২০২৩

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্প উদ্বোধন


প্রকাশন তারিখ : 2023-08-01
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্যকেন্দ্র ও পানির পাম্প উদ্বোধন
 
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তিন তলা বিশিষ্ট নগর স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক ‍টিটু। আজ বেলা সাড়ে ১১ টায় গুলকিবাড়ি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ উদ্বোধন করেন মেয়র। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের আওতায় এ নগর স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ স্বাস্থ্যকেন্দ্রটির নির্মাণ সম্পন্ন হলে বর্তমানে নগরীর জামতলাতে ভাড়া বাসায় পরিচালিত নগর স্বাস্থ্যকেন্দ্রটি এ ভবনে স্থানান্তর হবে।
পরবর্তীতে বেলা সাড়ে ১২ টায় ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন (ন্যাপ)  সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের একটি ২০ হর্স পাওয়ার সম্পন্ন পানির পাম্প উদ্বোধন করেন মেয়র। পাম্পটি প্রতি ঘন্টায় ৭৫ কিউবিক মিটার পানি উত্তোলনে সক্ষম। এর পাম্পের ফলে সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ও ৬ নং ওয়ার্ডে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। 
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, তত্ত্বাবধায় প্রকৌশলী মো জহিরুল হক, ময়মনসিংহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ উজ জামান, মসিক নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ,  প্রমুখ উপস্থিত ছিলেন।