Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ নভেম্বর ২০২২

মসিকে এডিস মশার লার্ভা পাওয়ায় মামলা-জরিমানা


প্রকাশন তারিখ : 2022-11-08
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ দুপুরে পরিচালিত অভিযানে বাউন্ডারি রোড এবং নাহার রোডের দুই নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনমালিকদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উল্লেখ্য, চলমান ডেঙ্গু পরিস্থিতিতে মশক নিধনে এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের সাথে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রমকে বৃদ্ধি করা হয়েছে। নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণ, ভ্রাম্যমাণ গাড়িতে সচেতনতামূলক গান প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
 
অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।