আজ রবিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর বিভিন্ন ওয়ার্ডের সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে সার্কিট হাউজ মাঠে শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার আজ সকালে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো: ইউসুফ আলী মহোদয়। মসিক এলাকার ২৪০ জন সুবিধাবঞ্চিত শিশু ৫ টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।