ডেঙ্গু প্রতিরোধে ২০০ দরিদ্র মানুষের মাঝে মশারি এবং জনসচেতনতা বৃদ্ধিতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।৩১ মে ২০২৩ বেলা ১১ টায় নগর ভবন প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে এ সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র এবং পরবর্তীতে শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে মশারি বিতরণ করেন তিনি।এইসময় আর ও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইউসুফ আলী।