পবিত্র রমজান ও আসন্ন ঈদ সামনে রেখে যানজট নিরসনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এবং সিটি কর্পোরেশন নিয়োজিত ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। এছাড়াও সিটি এলাকায় চলাচলকারী রঙ পরিবর্তনকারী, জোড় বিজোড় না মানা এবং লাইসেন্স বিহীন বা জাল লাইসেন্সধারী অটোরিকশা বা অটোবাইককে ধরতে অভিযান চলমান আছে। মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশনায় আজ সিটি কর্পোরেশনের এসব কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী মহোদয়। এ সময় তিনি চরপাড়া সহ বিভিন্ন পয়েন্টে সিটি কর্পোরেশন পরিচালিত কার্যক্রমের পরিদর্শন করেন।