গৃহস্থালি বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদনের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন । এ লক্ষ্যে ২ এপ্রিল ২০২৩ রবিবার বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর পক্ষে মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু এবং গ্রামাউসের পক্ষে নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় আর ও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী মহোদয়।